আগরতলা, ২১ ডিসেম্বর: এনইসির অর্থে রাজ্যে প্রোমো উৎসব এবং নেশা মুক্তি কেন্দ্র তৈরী করা হচ্ছে। আসলে এনইসি বৈঠকের আড়ালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নড়বড়ে বিজেপি সংগঠনকে মেরামত করতে রাজ্যে এসেছেন। কিন্তু তাতে কোনো কাজ হবে না। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনইসি বৈঠক নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীচৌধুরী বলেন, এনইসি তৈরি করা হয়েছে গোটা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য। কিন্তু এখন এইসির টাকায় রাজ্যে প্রমো উৎসব, মেলা এবং নেশা মুক্তি কেন্দ্র তৈরী করা হচ্ছে।
তাঁর কটাক্ষ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসেছেন নড়বড়ে সংগঠনকে মেরামত করার জন্য। কিন্তু এখন এগুলো কিছুই কাজে আসবে না। রাজ্যবাসী সব বুঝতে পেরেছেন। তাঁরা লড়াই করাী জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানান তিনি।