আগরতলা, ২১ ডিসেম্বর: স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতন জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এক গৃহবধূ। গতকাল গভীর রাতে মেলাঘরের মাস্টার পাড়ায় এলাকায় অগ্নিদগ্ধা হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে মৃতার মেয়ে জানিয়েছেন, প্রতিনিয়ত বাবা এবং মার মধ্যে ঝড়গা হত। বাবা মা দুইজনেই পেশায় শিক্ষক শিক্ষিকা ছিলেন। কিন্তু কিছু দিন যাবৎ মায়ের পরকীয়া লিপ্ত থাকার সন্দেহের জেরে তাঁদের মধ্যে অশান্তি হত। পরকীয়ার সন্দেহে প্রতিনিয়ত বাবা মাকে মারধর করত। এমনকি, নাবালিকা মেয়ে অভিযোগ করেছে তার বাবার হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের জেরে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।