BRAKING NEWS

উত্তর-পূর্ব পর্ষদের (এনইসি) ৭২ তম পূর্নাঙ্গ বৈঠক (প্লেনারি) শুরু

আগরতলা, ২১ ডিসেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অমিত শাহের পৌরহিত্যে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে উত্তর-পূর্ব পর্ষদের (এনইসি) ৭২ তম পূর্নাঙ্গ বৈঠক(প্লেনারি) শুরু হয়েছে।‌ তাছাড়া, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ডোনার প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার সহ উত্তর পূর্বাঞ্চলের সকল রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রীগন সহ উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠকের শুভারম্ভ হয়েছে।

এদিন উত্তর-পূর্ব পর্ষদের (এনইসি) ৭২ তম পূর্নাঙ্গ বৈঠকে আগত উত্তরপূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং অতিথিদের স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

প্রসঙ্গত, আজ থেকে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পৌরোহিত্যে বৈঠক শুরু হয়েছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের(এনইসি) ওই বৈঠক ত্রিপুরায় বিজেপি জোট সরকার গঠিত হওয়ার পর প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে। ওই অধিবেশনকে ঘিরে প্রশাসনের তরফ থেকে গোটা আগরতলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *