BRAKING NEWS

প্রয়াগরাজে মহাকুম্ভের প্রস্তুতি তুঙ্গে, ৩৪টি বিশেষ ট্রেনও চালাবে রেল

প্রয়াগরাজ, ২০ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫-এর প্রস্তুতি চলছে জোরকদমে। কোনও রকম খামতি রাখতে চাইছে না যোগী আদিত্যনাথ সরকার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুম্ভমেলা উপলক্ষ্যে আসবেন ভক্তরা। তাই উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা উপলক্ষ্যে তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে মধ্য রেল ৩৪টি বিশেষ ট্রেন পরিষেবা দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

আগামী বছর প্রয়াগরাজে ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মহা কুম্ভমেলা চলবে। বিশেষ ট্রেনগুলি মুম্বই, পুণে, নাগপুর-সহ দেশের বিভিন্ন প্রান্তের শহরগুলির মধ্যে চলাচল করবে। ২০ ডিসেম্বর থেকেই এই বিশেষ ট্রেনগুলির টিকিট বুকিং শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *