শ্রীভূমি জেলার ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর খোঁজ নিলেন এমএস মণিভন্নান

শ্রীভূমি (অসম), ২০ ডিসেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত চারটি বিধানসভা নির্বাচন কেন্দ্রের চলতি ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর অগ্রগতি সম্পর্কে খোঁজ নিলেন রাজ্যের সাধারণ প্রশাসন ইত্যাদি বিভাগের আয়ুক্ত-সচিব তথা শ্রীভূমি জেলার ইলেকটোরাল রোল অবজারভার এমএস মণিভন্নান।

আজ শুক্রবার বিকাল চারটায় শ্রীভূমির জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক দলের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলার ভোটার তালিকার চলতি বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর অগ্রগতি নিয়ে আলোচনা করতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয়শংকর দত্ত, নির্বাচন আধিকারিক রৌসিনুল আলম, নিলামবাজারের চক্র আধিকারিক জনাথন ভাইপেই, রামকৃষ্ণনগরের চক্র আধিকারিক সৌভিক দত্ত, শ্রীভূমির চক্র আধিকারিক জয় ক্রিস্টিনা, পাথারকান্দির চক্র আধিকারিক বলিন বি বলারি, সহকারী আয়ুক্ত মানস প্রতিম বংজং এবং রাজনৈতিক দলের পক্ষে বিজেপি দলের জেলা সাধারণ সম্পাদক দিলীপকুমার দাস, আম আদমি দলের জেলা সভাপতি সাইনুল হক, অগপ দলের সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, এআইইউডিএফ দলের সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম চৌধুরী, সমাজবাদী দলের সভাপতি গোপালচন্দ্র পাল, কংগ্রেস দলের গৌরাঙ্গ দে ও সাধারণ সম্পাদক আশুক উদ্দিন প্রমুখ অংশগ্রহণ করেন।

সভায় নির্বাচন আধিকারিক জানান, শ্রীভূমি জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৯৯। ১৯ ডিসেম্বর পর্যন্ত মোট ভোটার ৯,৫২,০৩২। এর মধ্যে পুরুষ ৪,৮২,৬৫৬ জন, মহিলা ৪,৬৯,৩৭৬ জন, দিব্যাঙ্গ ভোটার ১০,২২৭ জন এবং ৮৫ বছরের ঊর্ধ্বে ৭,৯৪৬ জন ও ১০০ বছর-ঊর্ধ্ব ১০৯ জন ভোটার রয়েছেন।

সভায় জানানো হয়েছে চলতি ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীতে ২৯ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত দাবি, আপত্তি, নাম সংযোজন ইত্যাদির জন্য ১৩,১০৮টি ফর্ম জমা পড়েছে। এগুলোর যাচাই প্রক্রিয়া চলছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ জানুয়ারি।

আজকের সভায় ইলেকটোরাল রোল অবজারভার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তাদের মতামত শুনেন। তিনি চলতি ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *