নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর-মন্তব্য ঘিরে সংসদের অন্দরে সরকার এবং বিরোধীপক্ষের সংঘাত এ বার পরিণত হল সংঘর্ষে। বৃহস্পতিবার দু’পক্ষের ধাক্কাধাক্কিতে বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁর অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁকে ধাক্কা মেরেছেন। এছাড়াও বিজেপি সাংসদ মুকেশ রাজপুত আহত হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর এবং তাঁকে রামমনোহর লোহিয়া হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কংগ্রেসকে একহাত নিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি কংগ্রেসকে নিশানা করে বলেন, তাদের একমাত্র লক্ষ্য হল গুন্ডামি।
ডঃ নিশিকান্ত দুবে বলেন, আমি চারবারের সাংসদ, কিন্তু এই প্রথম এমন কিছু দেখলাম। গত ১৫-১৬ বছরে, আমি কখনওই কংগ্রেস নেতাদের বিজেপির প্রতিবাদে বা বিজেপির লোকদের কংগ্রেসের প্রতিবাদে এইরকম করতে দেখিনি। কংগ্রেস নেতারা প্রতিদিনই প্রতিবাদ করছেন, বিজেপির একজন নেতাও তাদের বিরক্ত করার চেষ্টা করেননি। আজ কেন বিজেপির প্রতিবাদে বাধা দিল কংগ্রেস? এটা বোঝায় যে, তাদের একমাত্র লক্ষ্য হল গুন্ডামি।