BRAKING NEWS

এনইসি প্লেনারি বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিশেষ ট্রায়াল প্রক্রিয়া অনুষ্ঠিত

আগরতলা, ১৯ ডিসেম্বর : আগামী শনিবার প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হচ্ছে এনইসি প্লেনারি বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ উত্তর-পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। এজন্য রাজ্য প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার আগরতলা শহর এলাকায় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ট্রায়াল প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।  এনইসি’র প্ল্যানারি বৈঠককে কেন্দ্র করে অতিথিদের জন্য কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া  হচ্ছে শহর আগরতলাকে।  অতিথিশালা থেকে শুরু করে  প্রজ্ঞা ভবন সহ নিরাপত্তার চাদরে  ঢেকে দেওয়া হয়েছে। আগরতলা শহরসহ রাজ্যের সর্বত্র আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিএসএফ ও নিরাপত্তা কর্মীদের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তায় যাতে কোন ধরনের ঘাটতি না থাকে সেদিক খতিয়ে দেখা হয়েছে। বৃহস্পতিবার এজন্য ট্রায়াল প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান ডিআইজি অমিতাভ রঞ্জন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে গোটা রাজ্যে ১০ হাজার থেকে বেশি নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়েছে। আগরতলা শহর এলাকার সব থেকে বেশি নিরাপত্তারক্ষীরা মোতায়েন রয়েছে। যেসব জায়গায় বৈঠক রয়েছে সেই সকল জায়গা কে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ট্রায়াল ও সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *