নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার ধাক্কাধাক্কিতে আহত বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গি এবং মুকেশ রাজপুতের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উভয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। উভয় সাংসদকে রাম মনোহর লোহিয়া হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে।
এর আগে তাঁদের দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও প্রহ্লাদ যোশী। তাঁরাও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। হাসপাতালের চিকিৎসক ডাঃ অজয় শুক্লা বলেছেন, “আমরা তাঁদের দু’জনকেই (প্রতাপ সারঙ্গি এবং মুকেশ রাজপুত) স্থিতিশীল করার চেষ্টা করছি। চিকিৎসা শুরু হয়েছে… যেহেতু তাঁদের দু’জনেরই মাথায় আঘাত লেগেছে, তাঁদের আইসিইউতে ভর্তি করা হয়েছে। প্রতাপ সারঙ্গীর প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। মুকেশ রাজপুত অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই মুহূর্তে তিনি সচেতন কিন্তু মাথা ঘোরা ও বিপি বেড়ে গেছে।”