শ্রীনগর, ১৯ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাস-দমন অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার সকালে সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ৫ সন্ত্রাসবাদী। সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন দু’জন জওয়ান আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে টের পাওয়ার পর বুধবার রাত থেকেই দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার বেহিবাগ এলাকার কাদ্দারে অভিযান চালায় সুরক্ষা বাহিনী। চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে রাখা হয়। বৃহস্পতিবার সকালে গুলির লড়াই শুরু হলে ৫ সন্ত্রাসী নিকেশ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও দু’জন জওয়ান আহত হয়েছেন।