আগরতলা, ১৯ ডিসেম্বর : আগামী ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে স্বরাষ্ট্র মন্ত্রের পদত্যাগের দাবিতে রাজধানী আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করল প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে প্রদেশ কংগ্রেস। এ দিনেরই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা বলেন, গত ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ ভবনে সংবিধানের জনক কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদে এদিন এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি। এদিন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিজেপিকে সংবিধান বিরোধী বলে আক্রমণ করেছেন তিনি। এদিনের মিছিল শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কুসপত্তলিকা পুড়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস।