BRAKING NEWS

৬০০ বোতল ফেনসিডিল বোঝাই গাড়ি আটক, গ্রেপ্তার চালক

আগরতলা, ১৯ ডিসেম্বর : গোপন খবরের ভিত্তিতে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। সঙ্গে গাড়ির চালক সোলেমান মিয়াকে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে কাঠালিয়া- সোনামুড়া সড়কের বেজিমারা সংলগ্ন এলাকায় টিআর০৭- ই – ০৭৪৮ নম্বরের ইকো গাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি কার্টুনে মোট ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ।  আটক করা হয়েছে গাড়ী চালক সোলেমান মিয়াকে। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে।

তিনি আরো জানান, প্রতিদিনের মতো যানবাহন চেকিং করা হচ্ছিল। তখনই একটি খবর আসে একটি গাড়িতে নেশাজাতীয় কফসিরাপ নিয়ে আসা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই পুলিশ উৎপেতে বসেছিল। প্রাপ্ত খবর অনুযায়ী একটি গাড়ি কাঠালিয়া সোনামুড়া সড়কে আসলে তাকে দাঁড়াবার জন্য সিগনাল দেয় পুলিশ। পুলিশকে দেখে গাড়িটি পেছনদিকে পালিয়ে যেতে চাইলে গাড়িটিকে ধাওয়া করে গাড়িসহ তার চালককে আটক করা হয়। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ অধিকারীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *