BRAKING NEWS

কাঠুয়ায় বাড়িতে আগুন লেগে মৃত্যু দুই শিশু-সহ ৬ জনের, জখম ৪ জন

কাঠুয়া, ১৮ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় একটি বাড়িতে আগুন লেগে প্রাণ হারালেন ৬ জন। এই অগ্নিকাণ্ডে জখম হয়েছেন ৪ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে দু’টি শিশু রয়েছে। বুধবার ভোররাতে কাঠুয়ার শিব নগর এলাকার একটি বাড়িতে আগুন লাগে। উদ্ধারকাজের সময় একজন প্রতিবেশীও হয়েছেন। প্রাথমিক মনে করা হচ্ছে, শ্বাসরুদ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার কাঠুয়া জিএমসি-র অধ্যক্ষ এস কে অত্রি বলেছেন, “একজন অবসরপ্রাপ্ত সহকারী ম্যাট্রনের ভাড়া বাড়িতে আগুন লেগেছে। ১০ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, শ্বাসরোধে তাঁদের মৃত্যু হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।” ভোররাত ২.৩০ মিনিট নাগাদ বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ৬ জনকে প্রাণে বাঁচাতে পারেননি চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন ভরত ভূষণের মেয়ে গঙ্গা ভগত (১৭), তাঁর ভাই দানিশ ভগত (১৫), অবতার কৃষাণ, তাঁর মেয়ে বরখা রায়না (২৫), তাকাশ রায়না (৩) এবং সন্দীপ কউলের ​​ছেলে অদ্বিক রায়না (৪)। আহতরা হলেন অবতারের স্ত্রী স্বর্ণা (৬১), ভরত ভূষণের স্ত্রী নীতু দাভি (৪০), এস চন্দের ছেলে অরুণ কুমার (১৫) এবং মনসা রামের ছেলে কেওয়াল কৃষাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *