ত্রিং উৎসবে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সরব টিএসএফ

আগরতলা, ১৭ ডিসেম্বর: আগামী ২২ ডিসেম্বর ত্রিং উৎসব। এই উৎসবকে সামনে রেখে পরীক্ষা বাতিলের দাবি জানালো তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন।

আগামী ২২ ডিসেম্বর সমগ্র ত্রিপুরা রাজ্য জুড়ে ত্রিং উৎসবে পালিত হবে এবং ২১ ডিসেম্বর রাতে গান, সাংস্কৃতিক নৃত্য সহ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একটি জমকালো উদযাপনের মাধ্যমে ত্রিং উৎসবকে স্বাগত জানানো হয়। ইত্যাদি। এডিসি প্রশাসনের তরফ থেকে এইদিন ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে, টিপিএসসির তরফ থেকে এক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে।তাই টিএসএফ- এর তরফ থেকে টিপিএসসি ওইদিন পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *