নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): ফের বোমা হামলার হুমকি। দিল্লির একাধিক স্কুলে মঙ্গলবার বোমা হামলার হুমকি দেওয়া হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গেছে, দক্ষিণ দিল্লির ইন্ডিয়ান পাবলিক স্কুল এবং উত্তর পশ্চিম দিল্লির সরস্বতী বিহারের ক্রিসেন্ট পাবলিক স্কুলে হুমকি দেওয়া হয় এদিন। খবর পেতেই পুলিশ, দমকল ও বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত স্কুলগুলিতে পৌঁছে যায়। উল্লেখ্য, গত ৯ দিনে এই নিয়ে পঞ্চমবার বোমা হামলার হুমকি এলো।