![](https://jagarantripura.com/wp-content/uploads/2024/02/PM-Modi.jpg)
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): রাজস্থানে বিজেপি সরকারের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার জয়পুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন দুপুর ১২টা নাগাদ এই অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গেছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের জয়পুরে ৪৬ হাজার ৩০০ কোটি টাকার অধিক মূল্যের জ্বালানি, সড়ক, রেল ও জল সংক্রান্ত ২৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।