নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার কংগ্রেসের সাংসদেরা একজোট হলেন সংসদের বাইরে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলের সাংসদরা। হাতে প্ল্যাকার্ড-এর পাশাপাশি প্রতীকী ব্যাগ কাঁধে নিয়ে প্রতিবাদে নামেন তাঁরা।
জানা গেছে, প্রিয়াঙ্কা গান্ধী-সহ বেশ কয়েকজন কংগ্রেস সাংসদ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিচারের দাবিতে মঙ্গলবার সংসদ চত্বরে জড়ো হন। তাঁরা হ্যান্ডব্যাগ নিয়ে প্রতিবাদ করেন। তাতে লেখা ছিল ‘বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াও’। তাঁরা বাংলাদেশে সংখ্যালঘুদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের কাছে আহ্বান জানিয়ে স্লোগান দেন।