নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): জয়েন্ট পার্লামেন্টারি কমিটি (জেপিসি) বা যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আইনমন্ত্রী যদি রাজি থাকেন তাহলে বিলটি জেপিসিতে পাঠানো হোক। মন্ত্রিসভায় আলোচনা চলাকালীন বিলটি জেপিসি-তে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহ বলেন, ছাড়পত্রের জন্য ‘এক দেশ, এক নির্বাচন’ বিল মন্ত্রিসভায় পেশ করা হয়েছিল। তখনই বিস্তারিত আলোচনার জন্য প্রধানমন্ত্রী মোদী বিলটি জেপিসি-তে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার লোকসভায় পেশ হয় এক দেশ, এক নির্বাচন বিল। এদিন বিলের পক্ষে ভোট পড়ে ২৬৯টি, বিপক্ষে ১৯৮টি। নির্ধারিত সময় মেনে মঙ্গলবার সংসদে এক দেশ, এক নির্বাচন বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। মেঘওয়াল জানান, সরকার বিলটি আরও বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠাবে।
প্রসঙ্গত, বিরোধীদের প্রবল বিরোধিতা সত্ত্বেও লোকসভায় পেশ হয়ে যায় বিলটি। এক দেশ, এক নির্বাচনের পক্ষে কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হচ্ছে যে, এর ফলে নির্বাচন করার বিপুল খরচে রাশ টানা যাবে। বারবার ভোটের জন্য সরকারি কাজকর্ম, উন্নয়ন প্রকল্পে থমকে যায়। একসঙ্গে নির্বাচন হলে তার অনেকটাই সমাধান হবে।