আগরতলা, ১৭ ডিসেম্বর : অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরে নিয়োগ প্রক্রিয়ায় বছরের পর বছর সময় কাটিয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। চাকুরী প্রত্যাশীরা বঞ্চনার অবসান করে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে জোরালো দাবি জানিয়েছে।
২০২২ সালে প্রথম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রী সুশান্ত চৌধুরী ফায়ারম্যান এবং ড্রাইভারের নিয়োগ প্রক্রিয়ার কথা বলেন। ২০২২ সালের ৬ই মে প্রথম বিজ্ঞপ্তি জারি হয়। যেখানে বলা হয় ৩০৪ জন ফায়ারম্যান এবং ২৫ জন ড্রাইভার নিয়োগ করা হবে। যথারীতি পুরো ত্রিপুরার সমস্ত মহকুমাতে ফর্মফিলাপ ও জমা করার কার্য শুরু হয়। যেখানে অনুমানিক ২৮ থেকে ২৯ হাজার আবেদন জমা পড়ে। যথারীতি শুরু হয় শারীরিক পরীক্ষা বিভিন্ন মহকুমায়। পুরো ত্রিপুরার সমস্ত কেন্দ্রের থেকে থেকে ১৭০০ জন আবেদনকারীকে পরবর্তী পদক্ষেপের জন্য বাছাই করা হয় এবং ৮ জুন ২০২৩ সালে লিখিত পরীক্ষা নেওয়া হয়। তারপর থেকে এখন অব্দি আবেদনকারীরা নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পায়নি। এখন অব্দি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। চাকুরী প্রত্যাশীরা অবিলম্বে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে জোরালো দাবি জানিয়েছে।