আগরতলা, ১৭ ডিসেম্বর: বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু আক্রান্তের ঘটনায় ত্রিপুরায় প্রতিবাদের জেরে কৈলাসহরে মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে দীর্ঘ ২০ দিন পর ওই স্টেশন দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য চালু হয়েছে। আজ বাংলাদেশ থেকে প্রায় ৫ গাড়ি মাছ আমদানি হয়েছে বলে জানান আমদানি রপ্তানিকারক লিটন মিয়া।
প্রসঙ্গত, বাংলাদেশে ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের তরফে গত ২৭ নভেম্বর ব্যারিকেড ফেলে কৈলাসহরস্থিত মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য স্তব্ধ করে দেওয়া হয়েছিল। ফলে, বাংলাদেশ থেকে পণ্য আমদানি ওইদিন থেকেই বন্ধ হয়ে রয়েছে। সাম্প্রতিকালে এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশন ত্রিপুরার মুখ্যসচিবকে চিঠি লিখে অতিসত্বর ওই অচলাবস্থা কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিল। সংগঠনের দাবি ছিল, কৈলাসহরস্থিত মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়েও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাজ্যের ও দেশের অন্যান্য স্থলবন্দরের মতোই সুযোগ দেওয়ার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
আজ দীর্ঘ ২০ দিন পর মহকুমা প্রশাসনের উদ্যোগে কৈলাসহরস্থিত মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে আন্তর্জাতিক বানিজ্য চালু হয়েছে বলে জানিয়েছেন আমদানি রপ্তানিকারক লিটন মিয়া। তিনি জানান, আজ বাংলাদেশ থেকে প্রায় ৫ গাড়ি মাছ আমদানি হয়েছে।