কলকাতা, ১৭ ডিসেম্বর (হি.স.): গাব্বা টেস্টের প্রথম ইনিংসে ৪৪৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়ে ৩ দিনের শেষে ভারতের রান ছিল ৪ উইকেটে ৫১। জয়সওয়াল, কোহলি, গিল ও রিশভ পন্ত কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক।
৪ দিনে গাব্বায় ভারতের মাথার উপর চেপে বসেছিল ফলো অনের আতঙ্ক। প্রয়োজনীয় রান তোলার আগেই ৯ জন ভারতীয় ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান। এক সময় ৭৪ রানে ৫ উইকেট হারায় ভারত।
লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা ফিফটি করলেও তখন ফলো-অনের শঙ্কা ছিল। নবম উইকেট পতনের সময় ফলো-অন এড়াতে ভারতের দরকার ছিল ৩২ রান। শেষ পর্যন্ত ফলোয়ান এড়াতে শেষ উইকেটে বড় ভূমিকা নিলেন দুই টেলেন্ডার আকাশ দীপ ও জাসপ্রিত বুমরাহ। অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে ভারত ফলো-অন এড়াল। স্বস্তি নিয়ে ৪ দিন শেষ করল সফরকারীরা। ৪ দিনের শেষে ৯ উইকেটে ভারত করেছে ২৫২ রান। বুমরাহ ১০ ও আকাশ ২৭ রানে অপরাজিত আছেন।
৪ দিনে ৪ উইকেটে ৫১ রান নিয়ে দিন শুরু করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুল। কিন্তু দিনের প্রথম উইকেটটি নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ১০ রানে আউট করে। এরপর ৬ উইকেটে জাদেজার সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন রাহুল। কিন্তু ন্যাথান লায়নের বলে ৮৪ রানে আউট হন ডানহাতি ব্যাটার লোকেশ রাহুল। এরপর নীতিশ রেড্ডিকে সঙ্গে নিয়ে ফলো-অন এড়ানোর চেষ্টা করেন জাদেজা। কিন্তু প্যাট কামিন্সের বলে বোল্ড হন নিতীশ রেড্ডি(১৬)। কিন্তু পরে মোহাম্মদ সিরাজ(১)ও জাদেজা(৭৭) কামিন্স ও মিচেল স্টার্কের বলে আউট হলে ভারত আরো বিপদে পড়ে। শেষ পর্যন্ত ভারতকে ফলোয়ান থেকে বাঁচালো দুই টেলেন্ডার জুটি বুমরাহ ও আকাশ।
তবে ৪ দিনেও ব্রিসবেনে দফায় দফায় বৃষ্টি হওয়ার জন্য বারবার খেলা বন্ধ করে দিতে হয়েছে । তা না হলে ভারত অনেক আগেই প্রথম ইনিংসে অলআউট হয়ে যেতে পারত। বলা যেতে পারে বৃষ্টি ভারতকে এখনো ম্যাচে টিকিয়ে রেখেছে।