গাজায় ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল

জেরুজালেম, ১৭ ডিসেম্বর (হি. স.) : হামাস-ইজরায়েল যুদ্ধ ১৪ মাস ধরে চলছে । ইজরায়েলের টানা বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনীর বোমাবর্ষণে গাজায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গিয়েছে, আহত হয়েছেন প্রায় ১ লক্ষ ৭ হাজার মানুষ। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমনই দাবি করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর প্রথমে ইজরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। ওই হামলায় ইজরায়েলে নিহত হন প্রায় ১ হাজার ১৫০ জন। এর পাশাপাশি দু’শোরও বেশি মানুষকে পণবন্দি করে গাজা ভূখন্ডে নিয়ে যায় হামাস। তার পর থেকে যুদ্ধ চলছে।

ইজরায়েলের হামলায় উপত্যকায় এখনও পর্যন্ত ৪৫ হাজার ২৮ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৯৬২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭ হাজারই শিশু। ১১ হাজার মানুষ নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে, তাঁরা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *