রাতের অন্ধকারে বৃদ্ধ মহিলার ঘরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার সহ লক্ষাধিক টাকার ক্ষতি

বিশালগড়, ১৭ ডিসেম্বর : রাতের অন্ধকারে এক বৃদ্ধ মহিলার ঘরে দুঃসাহসিক চুরি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনা বিশালগড়ের গোকুলনগর রাস্তারমাথা এলাকায়। 

বিশালগড় থানাধীন গোকুলনগর রাস্তারমাথা এলাকায়    সোমবার বিকেলবেলা বৃদ্ধ মহিলা ওনার মেয়ের বাড়িতে বেড়াতে যান ঘরে তালা দিয়ে। মঙ্গলবার সকালবেলা উনার পুত্রবধূ দেখতে পায় ঘরের তালা ভাঙ্গা ।  পুত্রবধূ আশপাশের লোকজনকে খবর দেয় এবং শাশুড়িকে খবর পাঠায়। ওই বৃদ্ধ মহিলা বাড়িতে এসে  দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড, আলমারি ভাঙ্গা।  সঙ্গে সঙ্গে খবর দেন বিশালগড় থানায়।

বৃদ্ধ মহিলা সংবাদ মাধ্যমের কাছে জানান নগদ টাকা এবং স্বর্ণালংকার সহ এক লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দিয়েছে চোর।  ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়। এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসী পুলিশের কাছে দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *