ভাবনগর, ১৭ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার সকালে গুজরাটের ভাবনগর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি ডাম্পারের সঙ্গে একটি প্রাইভেট বাসের সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন।
জানা গেছে, এদিন সকাল ৬টা নাগাদ ট্রাপাজ গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখছে পুলিশ।