নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে কুর্নিশ জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর সেবা ও উৎসর্গকে ভারত কখনই ভুলতে পারবে না। বিজয় দিবসের সকালে টুইট করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, “বিজয় দিবসের বিশেষ মুহূর্তে, দেশ ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসিকতা এবং আত্মত্যাগকে অভিবাদন জানায়।”
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স মাধ্যমে আরও লিখেছেন, “সশস্ত্র বাহিনীর অদম্য সাহস ও দেশপ্রেম আমাদের দেশকে সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করেছে। ভারত তাঁদের ত্যাগ ও সেবাকে কখনই ভুলবে না।