BRAKING NEWS

সিপিআইএমকে নিজের পায়ে দাঁড়াতে হবে: মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ ডিসেম্বর:
সিপিআইএমকে নিজের পায়ে দাঁড়াতে হবে। চতুর্থ খোয়াই জেলা সম্মেলনে এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

রবিবার সিপিআইএমের চতুর্থ খোয়াই জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সিপিআইএমকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তিনি বলেন পার্টির মূল কথা হলো, নিজের পায়ে দাঁড়াও। নিজের কোমরের শক্তিতে দাঁড়াতে হবে। লড়াই সংঘটিত করে যেতে হবে। সাধারণ মানুষের হয়ে কাজ করতে হবে। মানুষ যদি আস্থা করতে পারে, তবেই সাধারণ মানুষ জননেতাদের ডাকে সাড়া দেবে।

তিনি আরো বলেন, সিপিআইএমকে নিজের পায়ে দাড়াতে হবে। শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক কৃষকদের ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে গণতন্ত্র রক্ষার জন্য পুঁজিপতি বিরোধী শক্তি, সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি, দেশাত্মবোধ শক্তিকে ঐক্যবদ্ধ করে শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *