নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): ফের পাঁচ ডিগ্রির নীচে নেমে গেল দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা। রবিবাসরীয় সকালে শীতে জবুথবু দেশের রাজধানী। রবিবার ভোরে দেশের রাজধানী নয়াদিল্লি এবং সংলগ্ন এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রির নীচে নেমে যায়। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ভোরে সফদরজংয়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
গত এক সপ্তাহে এই নিয়ে তিন বার ৫ ডিগ্রির নীচে নেমে গেল তাপমাত্রা। গত কয়েক দিনে তাপমাত্রা এক ধাক্কায় তিন ডিগ্রি নেমে গিয়েছে। বৃহস্পতিবার ভোরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি। চলতি মরসুমে এখনও পর্যন্ত সেটিই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এর পর রবিবার ফের ৫ ডিগ্রির নীচে নামল পারদ। পারদ-পতনের সঙ্গে সঙ্গে শীতে কাবু রাজধানী দিল্লি।