ভোপাল, ১৫ ডিসেম্বর (হি.স.): রবিবার সর্দার বল্লভভাই প্যাটেলের প্রয়াণবার্ষিকী। আধুনিক ভারতের স্রষ্টা লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকীতে গোটা দেশ তাঁকে স্মরণ করছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন৷
মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, আমি লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি দেশের ঐক্য ও অখণ্ডতাকে সংযুক্ত করেছিলেন। বৈচিত্র্যকে শক্তিতে পরিণত করে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সমৃদ্ধির পথ প্রশস্ত করেছিলেন তিনি। সাংবিধানিক কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রতিটি নাগরিকের অবদানকেও তুলে ধরেছিলেন তিনি। তাঁর কর্মকাণ্ড সবসময় অনুপ্রেরণা দেবে।