গোপেশ্বর, ১৪ ডিসেম্বর (হি.স.): শীতকালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হল কেদারনাথ ও বদ্রীনাথ ধামে। সেখানে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)-এর জওয়ানদের মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও স্থানীয় পুলিশ এবং বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) কর্মীরাও নিরাপত্তার কাজে যুক্ত বলে জানা গেছে।
বিকেটিসি-র মিডিয়া ইনচার্জ ডঃ হরিশ গৌর বলেন, ২০২২ সালে কেদারনাথ ধামের গর্ভগৃহে সোনার আস্তরণ দেওয়া হয়। তাই শীতকালে নিরাপত্তার গুরুত্ব বিবেচনা করে বিকেটিসি সভাপতি অজেন্দ্র অজয় উভয় ধামেই আইটিবিপি জওয়ান মোতায়েন করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুরোধ করেছিলেন। এরপর থেকেই প্রতিবছর উভয় ধামে শীতকালীন মরসুমে দরজা বন্ধ হওয়ার পর জওয়ান মোতায়েন করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হলো না ।

