কেদার-বদ্রীনাথ ধামে বাড়ানো হলো নিরাপত্তা, মোতায়েন আইটিবিপি জওয়ান 

গোপেশ্বর, ১৪ ডিসেম্বর (হি.স.): শীতকালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হল কেদারনাথ ও বদ্রীনাথ ধামে। সেখানে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)-এর জওয়ানদের মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও স্থানীয় পুলিশ এবং বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) কর্মীরাও নিরাপত্তার কাজে যুক্ত বলে জানা গেছে।

বিকেটিসি-র মিডিয়া ইনচার্জ ডঃ হরিশ গৌর বলেন, ২০২২ সালে কেদারনাথ ধামের গর্ভগৃহে সোনার আস্তরণ দেওয়া হয়। তাই শীতকালে নিরাপত্তার গুরুত্ব বিবেচনা করে বিকেটিসি সভাপতি অজেন্দ্র অজয় ​​উভয় ধামেই আইটিবিপি জওয়ান মোতায়েন করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুরোধ করেছিলেন। এরপর থেকেই প্রতিবছর উভয় ধামে শীতকালীন মরসুমে দরজা বন্ধ হওয়ার পর জওয়ান মোতায়েন করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হলো না ।