নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): আপাতত শীত থেকে রেহাই পাবে না রাজধানী দিল্লি। তবে, ১৬-১৭ ডিসেম্বরের পর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। শনিবার আইএমডি-র বিজ্ঞানী ডঃ সোমা সেন রায় বলেছেন, “উত্তর-পশ্চিমী বাতাস বইছে এবং উত্তর ভারতে দক্ষিণ-পূর্বের বাতাস বইবে। দিল্লিতে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। পঞ্জাব এবং মধ্যপ্রদেশে তীব্র শৈত্যপ্রবাহ রেকর্ড করা হয়েছে শনিবার। উত্তর ও মধ্য ভারতে এক থেকে দুই দিন চলবে শৈত্যপ্রবাহ। ১৬-১৭ ডিসেম্বরের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।”