BRAKING NEWS

শম্ভু সীমানায় বিক্ষোভ কৃষকদের, আম্বালায় স্তব্ধ ইন্টারনেট পরিষেবা

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): কৃষকদের দিল্লি চলো আন্দোলনকে ঘিরে ফের অশান্ত হয়ে উঠল হরিয়ানা-পঞ্জাবের শম্ভু সীমানা। শনিবার দুপুর বারোটার আগে থেকেই শম্ভু সীমানায় জড়ো হতে থাকেন কৃষকরা, আগে থেকে পুলিশও মোতায়েন করা হয়। কৃষকদের এই আন্দোলনের প্রেক্ষিতে হরিয়ানার আম্বালায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

এদিন দুপুরে শম্ভু সীমানা থেকে কৃষকরা দিল্লির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে রুখে দাঁড়ায় পুলিশ। শম্ভু সীমান্তে কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে। অগত্যা আন্দোলন এদিনের মতো থমকে যায়। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেছেন, “উভয় ফোরামই ‘জাঠা’ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা শুনছি যে ১৭-১৮ জন আহত হয়েছেন। আমরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *