আগরতলা, ১৩ ডিসেম্বর: রাজ্যে আইনের শাসন পুন:প্রতিষ্ঠা সহ তিন দফার দাবিতে রাজপথে বিক্ষিভ মিছিলে সামিল হয়েছে ডিওয়াইএফ- টিওয়াইএফ। এদিন মিছিল শুরু হওয়ার পূর্বে দূর্গা চৌমুহনীতে জমায়েতের আয়োজন করা হয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, রাজ্যে বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে। কাজের সন্ধানে দিশেহারা হয়ে ঘুরছেন যুবক যুবতীরা। এদিকে, প্রতিদিন মহাকরণে বসে মন্ত্রীরা যুবক যুবতীদের সাথে প্রতারণা করছেন। তাছাড়া, প্রত্যেক বার বিভিন্ন দপ্তরের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে তারপর বিজ্ঞপ্তু বাতিল করা হচ্ছে। পাশাপাশি, নেশার সাম্রাজ্যে পরিনত হয়েছে ত্রিপুরা। কিন্তু এর বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
এদিন তিনি আরও বলেন, গোটা রাজ্যে তিন দফা দাবিতে ডিওয়াইএফ- টিওয়াইএফ- এর তরফ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আগামী ৫ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে গোটা রাজ্যে পদযাত্রার আয়োজন করা হবে।

