কুলগাম, ১৩ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার পোম্বাই গ্রামের রাস্তায় একটি আপেল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয় দুজনের।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পোম্বাই গ্রামে রাস্তায় উল্টে যায়। ট্রাকটির মধ্যে ৪ জন ছিলেন, তাঁদের মধ্যে দুজন দুর্ঘটনার পরই বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। কিন্তু বাকি দুজন গাড়ির নিচে আটকে পড়েন। পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় ওই দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহতদের নাম রিয়াজ আহনাদ রাথার ও মুখতার আহমেদ ইতু। দুজনেই গোপালপোড়া কুলগামের বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।