আগরতলা, ১১ ডিসেম্বর : পুরাথল রাজনগর উপ-স্বাস্থ্য কেন্দ্রে বেলা ৯টা পর্যন্ত তালা। কর্মসংস্কৃতির এই হাল দেখে ক্ষেপে লাল এলাকার বিধায়ক সুশান্ত দেব। পুরাথল রাজনগর উপ-স্বাস্থ্য কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত তালা ঝুলছে। এলাকাবাসীর অভিযোগের সত্যতা খুঁজে পেলেন বিধায়ক।
জানাযায় দীর্ঘদিন যাবৎ পুরাথল রাজনগর উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মীরা তাদের নিজেদের মর্জি মাফিক কাজ করে যাচ্ছেন। যদিও উপ-স্বাস্থ্য কেন্দ্রটি খোলার সময় সকাল ৮টায় কিন্তু স্বাস্থ্য কর্মীরা তাদের মর্জিমাফিক উপস্বাস্থ্য কেন্দ্র চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসী বিধায়ক সুশান্ত দেবের কাছে সেই বিষয়ে অভিযোগ জানান। এলাকাবাসীদের সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে সরজমিনে ছুটে যান বিধায়ক এবং এলাকাবাসীর সেই অভিযোগের সত্যতা খুঁজে পান।দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকেন তিনি। দেখেন সকাল ৯ টা পর্যন্ত উপ-স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলানো। দেখা নেই স্বাস্থ্য কর্মীদের। বাধ্য হয়ে ঘটনাস্থল থেকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সেই বিষয়ে অবগত করেন।
বিধায়ক জানান রাজ্য সরকার সহ বর্তমান শাসক দল বিজেপি সরকারকে কলঙ্কিত করাতে একাংশ সরকারি কর্মচারীরা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিলেন বিধায়ক। তিনি বলেন মানুষকে সঠিক সময়ে সঠিক পরিষেবা প্রদান করা হচ্ছে বর্তমান বিজেপি সরকারের মূল কাজ।