বিজাপুর, ১১ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলার গাঙ্গালুর থানার অন্তর্গত মুঙ্গা গ্রামের জঙ্গল এলাকায় বুধবার সকালে একটি এনকাউন্টারে নিহত হয়েছে এক নকশাল। এই সময় নকশালরাও পাল্টা আইইডি বিস্ফোরণ ঘটায়, এতে দুইজন ডিআরজি জওয়ান আহত হয়। দুজনকেই বিজাপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বস্তার রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পি এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে আহত জওয়ান মংলু কুদিয়াম এবং যোগেশ্বর সোরির চিকিৎসা বিজাপুর জেলা হাসপাতালে চলছে। দুই জওয়ানের অবস্থাই স্বাভাবিক।
তিনি আরও জানান, নকশালদের মৃতদেহের সঙ্গে ঘটনাস্থল থেকে ৯ মিলিমিটার গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পিস্তল, ৬টি রিমোট সুইচ ও অন্যান্য সামগ্রী। এলাকায় জোর তল্লাশি চলছে।