আগরতলা, ১১ ডিসেম্বর : বাংলাদেশের শান্তিকামী জনগণও দুই দেশের মধ্যে সাম্প্রতিক অশান্তির পরিবেশকে মেনে নিতে নারাজ। বুধবার আখাউড়া সীমান্ত দিয়ে রাজ্যে আসা বাংলাদেশে এক দম্পতি এই অভিমত ব্যক্ত করেছেন।
বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি যখন ঢাকা থেকে আগরতলা লং মার্চের ডাক দিয়েছে বাংলাদেশের এক সীমান্ত দিয়ে সমস্ত আইনী প্রক্রিয়া মেনে ত্রিপুরায় বেড়াতে এসেছেন। বাংলাদেশ ও ভারতের বর্তমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতামত জানতে চাওয়া হলে আখাউড়া চেকপোস্ট দিয়ে আসা দম্পতি জানান এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য হতে পারে না। তারা চান উভয় দেশের মধ্যে দ্রুত শান্তির পরিবেশ ফিরে আসুক।