BRAKING NEWS

দীর্ঘ পাঁচ মাস পর মিতালী এক্সপ্রেস ভারতের মাটিতে

হলদিবাড়ি, ১১ ডিসেম্বর(হি.স.): বুধবার সকাল থেকেই মিতালী এক্সপ্রেসকে ভারতের মাটিতেই দেখা যায়। বাংলাদেশ সীমান্ত পার করে হলদিবাড়ি স্টেশনে রাখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, পাঁচ মাস ধরে বাংলাদেশে আটকে থাকা ট্রেনটির কোচগুলি কিছুটা জীর্ণ অবস্থায় ফিরে এসেছে। তবে ঠিক কবে থেকে পুনরায় মিতালী এক্সপ্রেসের পরিষেবা চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আটকে ছিল মিতালী এক্সপ্রেস। সোমবার দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকের পরদিনই ট্রেনটি ভারতে ফেরত পাঠানো হয়। মঙ্গলবার বাংলাদেশের রেলওয়ের একটি ইঞ্জিন মিতালী এক্সপ্রেসের খালি বগিগুলো আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের গেট অতিক্রম করে হলদিবাড়ি স্টেশনে পৌঁছে দেয়।

মিতালী এক্সপ্রেস ভারত-বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ রেল পরিষেবাগুলির একটি। এর পুনরায় পরিষেবা চালু হওয়ার অপেক্ষায় আছেন দুই দেশের বহু যাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *