নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের ‘হাত’ ধরে নয়, দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়বে আম আদমি পার্টি! বুধবার আরও একবার স্পষ্ট করে দিলেন অরবিন্দ কেজরিওয়াল।
গুঞ্জন শোনা যাচ্ছিল, ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি নাকি কংগ্রেস ও ইন্ডি জোটের অন্য দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করবে। সমস্ত গুঞ্জন চূর্ণ করে অরবিন্দ কেজরিওয়াল বুধবার জানিয়ে দিলেন, দিল্লিতে ‘একলা চলো’ নীতিতেই এগোবেন তাঁরা।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লি বিধানসভার ৭০টির মধ্যে ৬২টি আসনে জিতেছিল আম আদমি পার্টি।