রাতের কুয়াশাচ্ছন্ন খোয়াইতে পৃথক তিনটি যান দুর্ঘটনা

আগরতলা, ৯ ডিসেম্বর: রাতের কুয়াশাচ্ছন্ন খোয়াইতে পৃথক তিনটি যান দুর্ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে খোয়াই দমকলবাহিনী  জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। 

একের পর এক দুর্ঘটনা পিছু ছাড়ছে না খোয়াইতে। গত কয়েকদিন যাবৎ রাতের খোয়াইতে কুয়াশার প্রকোপ এতটাই বেশি যে যার কারনে স্বাভাবিক পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন সমেত যান চালকরা কোন না কোন দুর্ঘটনার কবলে পড়ছে। রবিবার রাত ৯ টার পর থেকে তিনটি পৃথক পৃথক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।  

খোয়াই জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে তাঁত চৌমুনী এলাকায়।এর পরের দুর্ঘটনাটি ঘটে কড়ইতলা এলাকায়। এরপরের দুর্ঘটনাটি ঘটে সুভাষপার্ক কালীবাড়ি সংলগ্ন এলাকায়। তিনটি পৃথক দুর্ঘটনায় আহত হয় তিনজন। তাদের মধ্যে একজন নাবালক রয়েছে। 

জানা যায়, সুভাষ পার্ক কালীবাড়ি সংলগ্ন এলাকায় টমটমের ধাক্কায় আহত হয় রাজু দেবনাথ নামে এক বালক। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে সঙ্গে সঙ্গে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন। এদিকে অপর দুর্ঘটনার কবলে পড়ে করইতলা এলাকায় পঙ্কজ গুপ নামে বয়স ৩৫ এর এক ব্যক্তি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *