নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। সোমবার সঞ্জয় রাউত বলেছেন, জনগণ নয়, আদানির জন্য কাজ করছে এই সরকার।
সোমবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “বিজেপি ক্ষমতায় থাকা পর্যন্ত আদানি ইস্যু উত্থাপিত হবে। সরকার আদানির জন্য কাজ করছে, জনগণের জন্য নয়। তাঁরা শুধু আদানিকে সুবিধা দিতে চায়। আমরা সংসদ চত্বরে বিক্ষোভ করছি এবং সংসদেও আদানি ইস্যুটি উত্থাপন করব।”

