গুজরাটে দুটি গাড়ির সংঘর্ষে পাঁচ পড়ুয়া-সহ মৃত ৭ 

আহমেদাবাদ, ৯ ডিসেম্বর (হি.স.): সোমবার সকালে দুটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ। গুজরাটের জুনাগড়-বেরাবল হাইওয়েতে ভান্দুরির কাছে এই দুর্ঘটনা ঘটে। তার জেরে মৃত্যু হল ৭ জনের। জানা গেছে, নিহতদের মধ্যে পাঁচজন পড়ুয়াও আছে। তারা পরীক্ষা দিতে যাচ্ছিল বলে জানা যাচ্ছে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, একটি গাড়ির সিলিন্ডার ফেটে যায়। সেই সিলিন্ডার ফেটে পাশের একটি ঝুপড়িতে আগুনও ধরে যায়।

পুলিশ আধিকারিক দীনেশ কোদিয়াটর বলেন, ভান্দুরি গ্রামের কাছে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির সিলিন্ডার থেকে পাশের ঝুপড়িতে আগুন লেগে যাওয়ায় ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।