রাজস্থান উদীয়মানের পাশাপাশি নির্ভরযোগ্যও : প্রধানমন্ত্রী

জয়পুর, ৯ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাজস্থানের জয়পুরে ‘রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট’-এর উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, রাজস্থান উদীয়মানের পাশাপাশি নির্ভরযোগ্যও। প্রধানমন্ত্রীর কথায়, রাজস্থানও গ্রহণক্ষম এবং সময়ের সঙ্গে নিজেকে পরিমার্জিত করতে জানে। চ্যালেঞ্জ মোকাবিলার নাম রাজস্থান। নতুন সুযোগ তৈরির নাম রাজস্থান।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “স্বাধীনতার পর পূর্ববর্তী সরকারগুলির অগ্রাধিকার ছিল না দেশের উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণ। রাজস্থান এই উপেক্ষার ক্ষতি বহন করেছে। যাইহোক, এখন আমাদের সরকার ‘বিকাশ ভি, বিরসাত ভি’ মন্ত্র নিয়ে কাজ করছে এবং রাজস্থান এই পদ্ধতির সুফল পাচ্ছে। আর তাই এখন রাজস্থান উদীয়মানের পাশাপাশি নির্ভরযোগ্যও।”