আগরতলা, ৯ ডিসেম্বর : ধারালো অস্ত্র এবং দেশি বন্দুকসহ বৈরী দলের এক প্রাক্তন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম শংকর দেববর্মা, বাড়ি চম্পকনগর বলরাম ঠাকুরপাড়ায়। রবিবার বিকেলে জিরানিয়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।
জিরানিয়া থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার বিকেলে শংকর দেববর্মা একই গ্রামের বাসিন্দা সুশীল দেববর্মার উপর প্রাণঘাতী আক্রমণ চালায় বলে স্থানীয় সূত্রে পুলিশের কাছে খবর আসে। ঘটনাস্থলে ছুটে গিয়ে তারা দেখতে পান, শংকর দেববর্মা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুশীল দেববর্মারকে রক্তাক্ত করে দিয়েছে।
আহত সুশীল দেববর্মা প্রাক্তন বৈরী সদস্য শংকরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে রবিবার জিরানিয়া থানার পুলিশ শঙ্করকে বলরাম ঠাকুরপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ধারালো দা এবং একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ আধিকারিক।