জলের জন্য হাহাকার, টাকারজলার বিভিন্ন জায়গায় কৃষি জমিতে চাষবাস বন্ধ

আগরতলা, ৯ ডিসেম্বর: খরার মরশুম শুরু হতেই জলের হাহাকার। জলের অভাবে জম্পুই জলা ব্লকের টাকার জলা, হীরাপুর, অমরেন্দ্রনগর, প্রমোদনগর এলাকায় হাজার হাজার কানি জমিতে চাষাবাদ বন্ধ হয়ে পড়েছে। 

প্রসঙ্গত জলের অভাবে কৃষি জমি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় অর্থাৎ খিল। যদি সরকার জলের ব্যবস্থা করে দিত তাহলে এই জমিগুলিতে তিন ফসল চাষবাস করে ভরণপোষণের পাশাপাশি বিক্রি করে অর্থ দিক মুনাফা অর্জন করা যেত। এই এলাকাগুলো টিলাভূমিতে অবস্থিত হওয়ায় জলের ভীষণ অভাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *