অধ্যক্ষের জন্য নাম প্রস্তাব করা হয়েছে রবীন্দ্রনাথ মাহাতোর: হেমন্ত সোরেন 

রাঁচি, ৯ ডিসেম্বর (হি.স.): সদ্য মিটেছে ঝাড়খন্ড বিধানসভার ভোট। মন্ত্রী ও বিধায়কদের শপথ গ্রহণের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এবার প্রকাশ্যে এলো ঝাড়খন্ড বিধানসভার প্রস্তাবিত অধ্যক্ষের নাম। সোমবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন যে, অধ্যক্ষের জন্য রবীন্দ্রনাথ মাহাতোর নাম প্রস্তাব করা হয়েছে। তিনি সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ নির্বাচিত হবেন।

এদিকে এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় নিজের পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। মুখ্যমন্ত্রী সোমবার তাঁর স্ত্রী কল্পনা সোরেনের সঙ্গে বিধানসভায় যান।