ত্রিপুরা হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার কমলপুর শাখা ও ভারতীয় জনতা দিব্যাঙ্গ সেল ‘র যৌথ উদ্যোগে স্বাস্থ্য সচেনতা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৮ ডিসেম্বর:
কমলপুরের নজরুল ভবনে ত্রিপুরা হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার কমলপুর শাখা ও ভারতীয় জনতা দিব্যাঙ্গ সেল ‘র যৌথ উদ্যোগে এক স্বাস্থ্য সচেনতা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন প্রাক্তনমন্ত্রী তথা বিধায়ক মনোজকান্তি দেব। স্বাগত ভাষণ দেন হেপাটাইটিস ফাউন্ডেশন ‘র কমলপুর শাখার সম্পাদক উত্তম বসু।

উপস্থিত ছিলেন কমলপুর বিএসএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার শুভাশিস দে ও ডাক্তার শিমুল সরকার, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ও দিব্যাঙ্গ সেল ‘র কমলপুর শাখার সভাপতি হীরেন্দ্র নমশুদ্র। বক্তারা দিব্যাঙ্গজনদের বিভিন্ন সুযোগ পাওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন।