নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৮ ডিসেম্বর:
এনডিপিএস মামলায় জামাল হোসেনকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ বিশ্রামগঞ্জ থানার ওসি এবং সেকেন্ড ওসির বিরুদ্ধে। রবিবার বিকেলবেলা বিশ্রামগঞ্জ থানার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন জামাল হোসেনের মা পরিজা বেগম সহ গ্রামবাসীরা। জামাল হোসেনের বাড়ি জম্পুইজলা ব্লকের পাথালিয়া ঘাট ভিলেজের লুনথাইছড়া এলাকায়।
জামালের প্রতিবেশী মঞ্জু বেগম, আব্দুল কাসেম, অহিদ মিয়া, ইসমতারা বেগম সবাই মিলে বিশ্রামগঞ্জ থানার বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন। অভিযোগ জামাল হোসেন নেশায় আসক্ত হয়ে পড়েছে। বিশ্রামগঞ্জ বাজারে নেশার সাম্রাজ্য গড়ে তুলেছে রাজীব দত্ত। তার কারনেই এলাকার যুবসমাজ নেশায় আসক্ত হচ্ছে। তার বাড়িতে অভিযান চালিয়ে জামাল হোসেনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। কিন্তু রাজীব দত্তএর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধার হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। রাজীব গোটা এলাকায় নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।
উল্লেখ্য, গত পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার রাজিব দত্তের বাড়িতে নেশা ক্রয় করতে গিয়েছিল জামাল। এমন সময় বাজারের মানুষ এবং পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে এন ডি পি এস মামলা দায়ের করে তাকে ৬ডিসেম্বর আদালতে পাঠায়। অবিলম্বে নেশা কারবারি রাজীব দত্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।