বার্সেলোনা, ৮ ডিসেম্বর (হি.স.): লা লিগার ম্যাচে শনিবার রাতে বেতিসের সঙ্গে ২-২ ড্র করেছে বার্সেলোনা।রেয়াল বেতিস উজ্জীবিত ফুটবল খেলে দুইবারই সমতা ফেরাল। আর তাতেই শঙ্কায় পড়ে গেল বার্সেলোনার শীর্ষে থাকা।
রবের্ত লেভানদোভস্কির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। এরপর সফল স্পট কিকে বেতিসকে সমতায় ফেরান জিওভানি লো সেলসো। বদলি নেমে ফের বার্সেলোনাকে এগিয়ে নেন ফেররান তরেস। ম্যাচের যোগ করা সময়ে আসানে দিওয়ায়ের গোলে হার এড়ায় বেতিস।
আসরে এটি বার্সেলোনার দ্বিতীয় ড্র। লিগে সবশেষ ৫ ম্যাচে মাত্র একটিতে জেতা দলটি এখনও শীর্ষেই আছে। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৩৩ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে বেতিস।