ম্যানচেস্টার, ৮ ডিসেম্বর (হি.স.): এক ম্যাচ জয়ের পর আবার পথ হারিয়ে ফেলল পেপ গুয়ার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে
ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে
২-২ ড্রয়ে মাঠ ছাড়ে তারা।
দানিয়োল মুনিয়োসের গোলে শুরুতেই পিছিয়ে পড়ে সিটি। সিটিকে সমতায় ফেরান আর্লিং হলান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে মেক্সঁস লেকখোয়ার গোলে আবারও পিছিয়ে পড়ে সিটি। এবার সিটিকে সমতায় ফেরান রিকো লুইস। পরে ২০ বছর বয়সী এই ফুটবলার লাল কার্ড দেখলে একজন কম নিয়ে বাকি সময়ে আর কিছু করতে পারেনি সিটি।
১৫ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিটি। এক ম্যাচ কম খেলে লিভারপুল ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ক্রিস্টাল প্যালেস।