নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ ডিসেম্বর:
রবিবার রোটারী ক্লাব অফ আগরতলার উদ্যোগে এক মহতী কর্মসূচির মাধ্যমে বিভিন্ন স্থানে রেশন সামগ্রী বিতরণ সম্পন্ন হয়। এই উদ্যোগের প্রথম পর্যায়ে রোটারেক্ট ক্লাব অফ মন্দির নগরীর সহযোগীতায় উদয়পুরে ৫০ জনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় রেশন সামগ্রী বিতরণ করা হয়।
পরবর্তীতে, রোটারী ক্লাব অফ আগরতলার পক্ষ থেকে কাঁকড়াবনে আরও ৫০ জনের মধ্যে একই ধরনের রেশন সামগ্রী বিতরণ করা হয় এবং শেষ পর্যায়ে, কমলাসাগর বিধানসভার অন্তর্গত কোনবন গ্রামে আরও ৫০ জনের মধ্যে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। কোনাবনের এই কর্মসূচিতে কমলাসাগর বিধানসভার মাননীয়া বিধায়িকা অন্তরা সরকার দেব উপস্থিত থেকে উদ্যোগকে অনুপ্রাণিত করেন। তাছাড়া কোনাবন ও ভাটিবাড়ী গ্রামের প্রধানরাও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রোটারী ক্লাব অফ আগরতলার এইসমস্ত সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেন।
রোটারী ক্লাব অফ আগরতলার দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। মানবিক সহায়তার এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। রোটারি ক্লাব অফ আগরতলার পক্ষ থেকে ভবিষ্যতেও এরূপ মানবকল্যাণমূলক কর্মসূচি জারী থাকবে। রোটারি ক্লাব অফ আগরতলার পক্ষ থেকে রোটারিয়ান প্রিয়নাথ দাস, সুকান্ত গোস্বামী, অসীম চক্রবর্তী, সমীর লাল সাহা, সর্বানী দেববর্মা এবং কিশলয় ঘোষ বিশেষভাবে উপস্থিত ছিলেন।