নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): রবিবার তিনদিনের সফরে রাশিয়া যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই সফরকালে তিনি মস্কোতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলৌসবের সঙ্গে যৌথভাবে ২১তম ভারত-রাশিয়া সেনা ও সেনা প্রযুক্তি সহযোগিতার আন্তঃ-সরকার কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন।
দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা, সেনা সংযোগ এবং শিল্প সহযোগিতা নিয়ে মতবিনিময় হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের উপর উভয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে। রাজনাথ সিং মস্কোতে সেনা স্মারকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন।